আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকের রাজধানী বাগদাদে ইমাম হুসাইন (আ.) এর আযাদারীর জন্য নির্মিত একটি তাবুতে (মওকেব) আত্মঘাতী হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ইরাকি হতাহত হন।
বাগদাদের পশ্চিমে অবস্থিত জাবের ইবনে হাইয়ান ব্রিজের নিকটে এ হামলা চালানো হয়েছে। রিপোর্ট আল-মায়াদিন চ্যানেলের।
ইরাকের নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাগদাদের পশ্চিমে আল-এসকান আবাসিক এলাকায় একটি আযাদারীর গ্রুপকে লক্ষ্য করে আত্মঘাতী এ হামলায় চালানো হয়। এতে ৫ জন ইরাকি শহীদ এবং ১৭ জন আহত হয়েছেন।
বাগদাদের অপারেশন্স কমান্ডের প্রধান জানিয়েছে, বিস্ফোরণের সাথে সাথে ঘটনাস্থলটি ঘিরে ফেলে পুলিশ এবং আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তির জন্য দ্রুত স্থানান্তরিত করা হয়।
উল্লেখ, শুধু মহররম মাস নয়, বরং সারা বছর জুড়ে এ ধরনের হামলার শিকার হচ্ছে কারবালার যায়েররা এবং ইরাকের আযাদাররা। এ পর্যন্ত এ সকল হামলায় বহু লোক হতাহত হয়েছে এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) সকল হামলার দায় স্বীকার করেছে।
মসুল মুক্ত করার লক্ষ্যে ইরাকি বাহিনীর দায়েশ বিরোধী অভিযান শুরুর পর থেকে ইরাকের বিভিন্ন অঞ্চলে আত্মঘাতী হামলা ও বোমা বিস্ফোরণ শুরু করেছে তাকফিরি এ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। মসুল থেকে ইরাকি বাহিনী’র মনসংযোগকে বিচ্ছিন্ন করতে তারা এ ধরনের হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।#