আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইমাম সাজ্জাদ (আ.) শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ইরানের অভ্যন্তরিন ও বিদেশী ওলামা ও গবেষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল (২৭ অক্টোবর) ইরানের বন্দর আব্বাস শহরে অবস্থিত ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানি’র মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সম্মেলনের কার্যক্রমের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি’র ভিডিও বার্তা প্রচারিত হয়।
ষষ্ঠ এ আন্তর্জাতিক সম্মেলনে আর্জেন্টিনা, কলম্বিয়া, লেবানন, ইয়েমেন ও পাকিস্তান থেকে আগত গবেষক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ ইরানের বিভিন্ন প্রদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন ধর্মীয় স্থাপনার প্রতিনিধিবৃন্দসহ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং হুরমুজগান প্রদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রদেশের শিয়া ও সুন্নি ওলামা ও ছাত্ররা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রতিবছর ২৫শে মহররম ইমাম সাজ্জাদ (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকীতে, আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারে লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ইমাম সাজ্জাদ (আ.) শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন গত ১২ মহররম (১৪ অক্টোবর) থেকে বিশ্বের ১২টি দেশে ও ইরানের ১০টি প্রদেশে শুরু হয়ে গতকাল বন্দর আব্বাসের ঐ সম্মেলনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।#