বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

হযরত মুহাম্মাদকে (সা.) অবমাননাকরী ইহুদি রাবাই নিহত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিস্তিনি যুবকদের হামলায় নিহত হয়েছে বিশিষ্ট ইহুদি রাবাই ‘এহারুন লাসবিড’। সম্প্রতি এহারুন লাসবিড, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নি

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলিস্তিনি যুবকদের হামলায় নিহত হয়েছে বিশিষ্ট ইহুদি রাবাই ‘এহারুন লাসবিড’। সম্প্রতি এহারুন লাসবিড, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে মসজিদুল আকসা ভেঙ্গে দেয়ার আহ্বান জানিয়েছিল।

ইন্তিফাদা’র পঞ্চাশতম দিনটি ছিল ফিলিস্তিনিদের জন্য সফল দিন। এদিন ফিলিস্তিনি যুবকেরা তেলআবিব ও আল-খালিলে পৃথক ২টি হামলায় ৪ জায়নবাদীকে হত্যা করেছে;যাদের মাঝে বিশিষ্ট ইহুদি রাবাই ‘এহারুন লাসবিড’ও রয়েছে। হামলায় আহত হয়েছে অপর ১৩ জন জায়নবাদী। এদিন ২ জন ফিলিস্তিনিও শহীদ হয়েছেন।

প্রথম অভিযানে ‘রায়েদ মুসালামাহ’ (৩৮) তেলআবিবে ইহুদিদের একটি উপাসনালয়ে অবস্থানরত ইহুদিদের উপর হামলা চালায়। মহানবি (স.) এর প্রতি অবমাননাকর মন্তব্যকারী ইহুদি এক রাবাইসহ দুইজন জায়নবাদীকে হত্যার করেন তিনি। এরপর জায়নবাদী সৈন্যদের গুলিতে গুরুতর আহত হয়ে তিনি আটক হন। এ হামলায় অপর ৩ জন আহত হয়েছে।

দ্বিতীয় অভিযানে গত বৃহস্পতিবার ৩ ফিলিস্তিনি যোদ্ধা আল-খালিলের উত্তরে জায়নবাদী ইহুদিদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ হামলায় দু’জন জায়নবাদী নিহত এবং অপর ১০ জন আহত হয়। হামলায় অংশগ্রহণকারীদের ১ জন শহীদ হয়েছে, ১ জন গ্রেপ্তার হয়েছে এবং অপর ১ জন ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়েছে।

এদিকে, গত ১১ নভেম্বর ইসরাইলি পুলিশের গুলিতে আহত ফিলিস্তিনি যুবক মাহমুদ সাঈদ আলাইয়ান (২২) আজ মারা গেছে। মাহমুদ সাঈদ পশ্চিম তীরের রামাল্লাহ মডার্ন কলেজের নার্সিং বিভাগের সিনিয়র ছাত্র ছিল।

গত আগস্ট মাসে পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদে ফিলিস্তিনদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ফিলিস্তিনদের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হয়। প্রতিদিন সেখানে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ-প্রতিবাদ করছে এবং ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনদের সংঘর্ষ লেগেই রয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি শুধু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রতিদিন গড়ে দু জন করে ফিলিস্তিনি শহীদ হয়েছে।

উল্লেখ্য, ইন্তিফাদা’র ৫০তম দিনে ফিলিস্তিনি শহীদদের সংখ্যা ৯১-এ পৌঁছেছে এবং আহতদের সংখ্যা ১০০০০ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের বিভিন্ন অভিযানে জায়নবাদী ইসরাইলের ১৮ সৈন্য ও ইহুদি নিহত এবং ৩ শতাধিক ব্যক্তি আহত হয়েছে, যাদের ৪০ জনের অবস্থা আশংকাজনক।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...

 
user comment