আবনা ডেস্ক: খেলার মাঠে ইমাম হুসাইন (আ.) এর স্মরণে শোকগাঁথা গাইলো ইরানের ফুটবল দর্শকরা। আর এজন্য জরিমানা গুনতে হচ্ছে ইরানের ফেডারেশনকে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা তাদেরকে ৩৭,০০০ পাউন্ড জরিমানা করেছে। ঘটনা গত মাসের ১১ তারিখের। বিশ্বকাপ বাছাইপর্বে তেহরানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে ইরান। ম্যাচটি ১-০ গোলে জেতে স্বাগতিকরা। ওইদিন ছিল ১০ই মুহাররম পবিত্র আশুর; ইমাম হুসাইন (আ.) এর মর্মান্তিক শাহাদাতের দিন। বিশ্বের কোটি কোটি মুসলমান দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে। ১ লক্ষ আসনের তেহরানের আজাদী স্টেডিয়াম ছিল সেদিন কানায় কানায় পূর্ণ। ইরানের অধিকাংশ দর্শক সেদিন শোকের কালো পোষাক পরে মাঠে যায়। মাঠে ইমাম হুসাইন (আ.) এর উপর জুলুমকে স্মরণ করে পরিবেশিত শোকগাঁথার সাথে সুর মেলায় ১ লক্ষ দর্শক। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের সময় কোনো রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক বার্তা দেয়া যাবে না। দর্শকরা এই নিয়ম ভঙ্গ করায় ইরানের ফুটবল ফেডারেশনকে জরিমানা গুনতে হলো।
এছাড়া জরিমানা করা হয়েছে ক্রোয়েশিয়া ও কসোভোর ফুটবল ফেডারেশনকে। ৬ অক্টোবর নিজেদের ম্যাচ চলাকালে এই দুই দেশের সমর্থকরা সার্বিয়া-বিরোধী গান গায়। ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো। কসোভোর ফিফার সদস্যপদ পাওয়ার সময় এর বিরোধিতা করে সার্বিয়া।#
source : abna24