গত পরশু রাতে ইমাম হুসাইন (আ.) এর শোক মজলিশে অংশগ্রহণ শেষে বাড়িতে ফেরার পথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি সিপাহে সাহাবা’র হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন ১ পাকিস্তানি শিয়া মুসলিম।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পাকিস্তানের করাচি শহরে পরিকল্পিতভাবে শিয়া হত্যার ধারবাহিকতায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শহীদ হলেন আরো এক পাকিস্তানি শিয়া।
গত পরশু (রোববার, ৬ নভেম্বর) রাতে করাচীর বাসিন্দা দুই শিয়া মুসলিম সফর মাসে ইমাম হুসাইন (আ.) এর স্মরণে আয়োজিত শোক মজলিশে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে তাদেরকে বহনকারী গাড়ী মোটরসাইকেল আরোহী কয়েকজন অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়। এতে ‘সৈয়দ কামরান আব্বাস’ শহীদ এবং ‘আনোয়ার আলী কাযেমি’ গুরুতর আহত হন।
পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের প্রধান ‘আল্লামা রাজা নাসের আব্বাস’ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন: একদিকে শিয়াদের শোক মজলিশগুলোতে হামলা চালিয়ে সংখ্যালঘু শিয়া মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে অপরদিকে তাদেরকে আটক করা হচ্ছে অথবা তাদের জন্য সীমাবদ্ধতা নির্ধারন করা হচ্ছে।
‘করাচির শিয়াদের শোক মজলিশগুলোর নিরাপত্তার প্রতি সেনাবাহিনীর দৃষ্টি দানের সময় কি এখনো হয়নি?’ -এ প্রশ্ন উত্থাপন করে তিনি পাক সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
আহলে সুন্নাত ও জামায়াত নামক সন্ত্রাসী গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি এর আগে পাকিস্তানে ‘সিপাহে সাহাবা’ নামে তৎপরতা চালাতো।
প্রায় এক সপ্তাহ আগে করাচীর নাজিম আবাদ এলাকায়, শনিবার বিকেলে মহররম মাসের তৃতীয় দশকের শোক মজলিশে অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। এতে ৫ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হন।
এছাড়া একমাস আগে মহররম মাসের ৫ম রাতে, পাকিস্তানের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব ‘সৈয়দ মনসুর যায়দি’ করাচী শহরে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।
দুই সপ্তাহ আগে, পাকিস্তানের করাচী শহরের একটি ইমামবাড়ীকে লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ১ শিশু শহীদ এবং ১৫ জন আহত হয়।#
source : abna24