আবনা ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আশপাশে সরকারি সেনা ও তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো অন্তত ৬২ উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া আজ (বুধবার) জানিয়েছে, ইরাকের বিমান বাহিনী মসুলের দক্ষিণে আলবু সাইফ এলাকায় হামলা চালালে ৪০ সন্ত্রাসী নিহত হয়। এ অভিযানে মার্কিন জোট ইরাকি বাহিনীকে সহায়তা করে বলে খবরে দাবি করা হয়েছে।
এদিকে, ইরাকের সরকারপন্থী পপুলার মোবিলাইজেশন ইউনিট মসুলের পশ্চিমে মাওয়ালি এলাকায় দায়েশ সন্ত্রাসীদের আস্তানায় আঘাত হানে। এতে ২২ তাকফিরি সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, মসুলের পূর্বে আজ-জাহরা এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বন্দুকের নলের মুখে দায়েশ সন্ত্রাসীরা অন্তত ৮০টি পরিবারকে মসুলের পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গেছে। ইরাকের সামরিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাহিনী ও কুর্দি পেশমার্গা বাহিনী যখন মসুল অভিযান দিন দিন সংকুচিত করে আনছে তখন এসব পরিবারকে দৃশ্যত মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় নেয়া হলো।#
source : abna24