আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শিয়া অধ্যুষিত ফাওয়া শহরকে লক্ষ্য করে চালানো হামলা অব্যাহত রেখেছে তাকফিরি সন্ত্রাসীরা। গতকাল (শুক্রবার, ১১ নভেম্বর) ফাওয়া শহরকে লক্ষ্য করে ৯টি গোলা ছোঁড়ে তারা। এতে ঐ শহরের বাসিন্দা ২ শিশু শহীদ এবং অন্তত ৫ জন আহত হন।
সন্ত্রাসীদের গোলায় শহীদ ঐ দুই কিশোরের নাম ‘উমার আব্দুল হামিদ উমার’ এবং ‘আব্দুল্লাহ ইউসুফ’।
সিরিয়াতে তৎপর সন্ত্রাসী গ্রুপগুলো বিগত মাসগুলোতে শিয়া অধ্যুষিত ফাওয়া শহরটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও গোলা ছুঁড়ছে। এছাড়া রুটিন ওয়ার্কের মত প্রতিদিন শহরটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা।
এ নাগাদ ফাওয়া শহরের শত শত ব্যক্তি –যাদের অধিকাংশই নারী ও শিশু- শহরটিকে লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো হামলায় শহীদ ও আহত হয়েছেন।
প্রসঙ্গত, ফাওয়া শহরটি সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের অন্তর্ভুক্ত। এতে বসবাস করেন প্রায় ২০ হাজার শিয়া মুসলিম। এক বছরের অধিক সময় ধরে সন্ত্রাসীরা শহরটিকে অবরুদ্ধ করে রাখায় বর্তমানে চরম খাদ্য, ঔষধ ও জ্বালানী সংকটের মাঝে মানবেতর জীবন-যাপন করছে এর বাসিন্দারা।#