আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধিআয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদি’র জানাযা আজ সকালে ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ নভেম্বর) সকালে কোম শহরে অবস্থিত ইমাম হাসান আসকারি (আ.) মসজিদ থেকে মরহুম আয়াতুল্লাহ শাহরুখির জানাযা উত্তোলিত হয় এরপর হযরত ফাতেমা (সা. আ.) এর মাজার প্রাঙ্গনে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেম ও হাওযা ইলমিয়া কোমের শিক্ষক আয়াতুল্লাহ শুবাইর জানজানির ইমামতি অনুষ্ঠিত জানাযায় কোমের শীর্ষস্থানীয় আলেম-উলামা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুল সংখ্যক ইরানি ও বিদেশি ধর্মীয় ছাত্র এতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, আয়াতুল্লাহ শাহরুখি ইরানে ইসলামি বিপ্লবের পর গঠিত প্রথম সংসদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি লোরেস্তান প্রদেশ থেকে পরপর দুই বার বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। ইসলামি বিপ্লবের আগে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি তিন বার কারাবরণ করেন। ইসলামি বিপ্লবের স্থপতি হজরত ইমাম খোমেনি (রহ.)'রও আস্থাভাজন ছিলেন আয়াতুল্লাহ শাহরুখি।#