আবনা ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি সিরিয়া ইস্যুতে মার্কিন সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করে দেন তাহলেও দায়েশকে অস্ত্র দেয়া অব্যাহত রাখবে কাতার। গতকাল (শনিবার) কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে সানি এ কথা বলেছেন।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, সিরিয়ার সরকার উৎখাতে তিনি সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার বিরোধী। ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ওই ঘোষণা দেন। তিনি তার ভাষায় বলেন, “আমেরিকা আমাদের মিত্র এবং কাতার এখনো আশা করে- এ যুদ্ধে তারা সমর্থন দেবে। যদি আমেরিকা অবস্থান পরিবর্তন করে তাহলে কাতার তা করবে না কারণ কাতারের অবস্থান নীতি ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত।”
ট্রাম্প সম্প্রতি আরো বলেছেন, তিনি প্রয়োজনে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়ার পক্ষ নেবেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার স্বাভাবিক মিত্র হতে পারেন।
এর আগে, গত মার্চ মাসে নির্বাচনী প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য যুদ্ধ করা এবং একইসঙ্গে দায়েশের বিরুদ্ধে হামলা চালানো পাগলামি ও বোকামি ছাড়া আর কিছু নয়। তিনি সে সময় বলেছিলেন, “পরস্পরের বিরুদ্ধে লড়াইরত দুই ব্যক্তির সঙ্গে আপনি একই সময়ে যুদ্ধ করতে পারেন না। আপনার উচিত একজনকে বেছে নেয়া।”#