আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নাইজেরিয়ার ফেডারেল হাইকোর্ট শেইখ ইব্রাহিম যাকযাকি ও তার স্ত্রীর মুক্তির রায় প্রদান করলেও মুক্তি পাননি বিশিষ্ট এ ধর্মীয় ব্যক্তিত্ব।
নাইজেরিয়ার কাদুনা প্রদেশ কর্তৃপক্ষ, এখনো তার বিচারকার্য অব্যাহত রাখা এবং কারারুদ্ধ করে রাখার বিষয়ে পীড়াপীড়ি করছে। তাদের দাবী, ঐ মুভমেন্টের অবৈধভাবে তৎপরতা বিষয়ে শেইখ ইব্রাহিম যাকযাকির বিচার করতে হবে।
কয়েক মাস আগে নাইজেরিয়া ইসলামি মুভমেন্টকে অবৈধ আখ্যায়িত করেছিল প্রদেশের কর্তৃপক্ষ। মুভমেন্টটি বিদেশীদের মদতপুষ্ট বলে গত সপ্তাহে অভিযোগ তুলেছিল তারা!!
কয়েকদিন আগে শেইখ যাকযাকিকে মুক্তি দানের বিষয়ে প্রদত্ত নাইজেরিয়ার ফেডারেল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নতুন এ অভিযোগ তোলা হয়েছে। ঐ রায়ে বলা হয়েছিল, নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতার জন্য সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া ইসলামি মুভমেন্টের নেতা ও তার স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু নতুনভাবে কাদুনা প্রদেশ কর্তৃপক্ষের এ উদ্ভট ও মিথ্যা অভিযোগ, ফেডারেল হাইকোর্ট কর্তৃক প্রদত্ত শেইখ যাকযাকি’র মুক্তির রায় কার্যকরে বাধা সৃষ্টি করেছে।
গত বছর নাইজেরিয়া সেনাবাহিনী কর্তৃক এদেশের শিয়াদের উপর কাপুরুষোচিত ও নৃশংস হামলার পর শেইখ যাকযাকিকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয় এবং এ পর্যন্ত কোন বিচার ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে। ঐ সময় তার স্ত্রীকেও আটক করা হয়েছিল।
প্রসঙ্গত, গত মাসে নাইজেরিয়ার সরকারি বাহিনী ইমাম হুসাইন (আ.) এর শোকে শোকার্তদের উপর হামলা চালায়। এতে প্রায় ১০০ জন নাইজেরিয় শিয়া মুসলিম শহীদ হন।#