আবনা ডেস্ক: পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে আত্মসমর্পণের জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। বৃহস্পতিবার দেয়া ওই রায়ে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে স্বীকৃত অপরাধী বলে ঘোষণা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। সাবেক এই প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করার জন্য তার আইনজীবীকে নির্দেশ দিয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত মামলার প্রক্রিয়া মুলতবি ঘোষণা করা হয়। পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীসহ ৬০ জন বিচারককে পাঁচ মাস ধরে আটক এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রাখার অভিযোগে ২০০৯ সালের ১১ আগস্ট দেশটির সেক্রেটারিয়েট পুলিশের পক্ষ থেকে মোশাররফের বিরুদ্ধে চলমান মামলাটি দায়ের করা হয়।
দুই মাস পরপর করা স্বাস্থ্য পরীক্ষা আর নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে না থাকার দোহাই দিয়ে বিচারকরা বারবার বলার পর পারভেজ মোশাররফ আদালতে হাজিরা দেননি। তিনি বরং তার আইনজীবী অ্যাডভোকেট আখতার শাহের মাধ্যমে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছেন। সংবাদসূত্র : ডন