আবনা ডেস্ক: মিসরের রাজধানী কায়রোতে শুক্রবার শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন বেসামরিক লোক আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে কায়রোর পিরামিড সংলগ্ন আল-হারাম এলাকার একটি মসজিদের কাছে নিরাপত্তাবাহিনীর তল্লাশিকেন্দ্রের পাশে ওই বোমার বিস্ফোরণ ঘটে। সংবাদসূত্র : ফক্সনিউজ
জানা গেছে, জুম?ার নামাজের পর একটি মসজিদের কাছে নিরাপত্তাবাহিনীর তল্লাশিকেন্দ্রের পাশে ডাস্টবিনে ওই বোমা বিস্ফোরিত হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে, মিসরের পূর্ব-দক্ষিণাঞ্চলের সিনাই উপত্যকায় তৎপর রয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। তারা প্রায়ই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
গত কয়েক মাসের মধ্যে দেশটিতে বড় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে পার্ক করা পুলিশের দুটি এসইউভি গাড়ি ওই বিস্ফোরণের শিকার হয়। এদের মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্য গাড়িটিও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। মিসরের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল মেনা জানিয়েছে, কায়রোর গিজা পিরামিডের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই রাস্তায় বিদেশি পর্যটকদের বাসও চলাচল করে।