বনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধারা আলেপ্পো শহর মুক্ত করার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এটি হচ্ছে ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও সৌদি শাসকদের ওপর সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের বিজয়। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা নৃশংসতা চালিয়ে মুসলিম বিশ্বের মূল সমস্যা ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে চায়। এ লক্ষ্যেই সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদেরকে ইহুদিবাদী ইসরাইল সমর্থন দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিরা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি ইরানি-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করায় আমেরিকার সমালোচনা করেন।
আয়াতুল্লাহ কাশানি বলেন, এর মাধ্যমে বহুপক্ষীয় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা। ইরান এ পদক্ষেপের কঠোর জবাব দেবে বলে তিনি জানান।#