বাঙ্গালী
Sunday 26th of May 2024
0
نفر 0

খুলনায় ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

খুলনায় ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মের আনন্দঘন মাস রবিউল আউয়াল। অধিকাংশ ঐতিহাসিকের মতে, মহান এই রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে তিনি বেহেশতী সুষমা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। অবশ্য এ মতের ব্যতিক্রমও আছে। কোন কোন ঐতিহাসিকের মতে ১২ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন। আর এ কারণেই এ মতবিরোধের সমাধানের জন্য আয়াতুল্লাহ ইমাম খোমেনী (রহ.) ১২ থেকে ১৭ই রবিউল আউয়ালকে 'ইসলামী ঐক্য সপ্তাহ' ঘোষণা করেন।

মহানবী (সা.) এর পবিত্র আগমন এবং হযরত ইমাম খোমেনী (র.) ঘোষিত ১২-১৭ রবিউল আউয়াল ইসলামী ঐক্য সপ্তাহ’র আহবানে আহলে বাইত (আ.) ফাউন্ডেশন ও আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু এবং দোয়ায়ে ওয়াহদাত পাঠের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও কবি ড. মো: নুরুল ইসলাম।তিনি বলেন, মহানবী (সা.) সারা জীবন ধরে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে গেছেন। তাই আমাদেরও উচিত তাঁরই দেখানো পথ অনুসরণ করে সবাই মিলে আল-কুরআনের ও রাসূলের (সা.) ঐক্যের আহ্বানে সাড়া দেওয়া।

আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ড. মো: এনামুল হক; তিনি বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সা.) সে যুগের আরবের মধ্যে নজীর বিহীন উদাহরণ দেখিয়েছিলেন। তিনি বলেন, যখন কাবা ঘরে কালো পাথর প্রতিস্থাপন নিয়ে আরবদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল তিনি স্বয়ং সেই পাথরকে সবার সহযোগিতায় প্রতিস্থাপন করেন।

এতে বক্তব্য রাখেনইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন-সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানদের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ ইমাম খোমেনী (রহ.)-এর ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে যদি আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে ইসলামের শত্রুরা আমাদের মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে ভয় পেত।

এছাড়া আরো আলোচনা রাখেন বিশিষ্ট আইনজীবি ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট ড. জাকির হোসেন, ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগীয় প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাজ্জাদ হোসাইন ওশিক্ষক হুজ্জাতুল ইসলাম মো: আনিসুর রহমান প্রমুখ।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী লেলিয়ে ...
ফুয়াহ সিটিতে ৩ বছরের শিশুর ...
ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ...
মৃত্যুদণ্ডের হার বৃদ্ধি পেয়েছে ...
ফরাসি নৌবাহিনীর যোগাযোগ ...
অভিবাসী মা এবং শিশুকে আলাদা করে ...
ক্ষতিপূরণ দিতে হবে সৌদি আরবকে
সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন ...
রমজান মাসে বিশ্বজুড়ে আইএসের ৩৯৩ ...
কারবালা বিপ্লবের শিক্ষা থেকে ...

 
user comment