আবনা ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলুর খবরে বলা হয়, মঙ্গলবার হামলাকারীর মা, বাবা, বোন এবং আরও দুই স্বজনকে আটক করা হয়েছে।
এছাড়া আঙ্কারায় হামলাকারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করা এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।
সোমবার আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে মেভলুত মের্ত আলতিনতাস নামে এক ব্যক্তি কার্লভকে গুলি করে হত্যা করে।
‘তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে’ ওই আলোকচিত্র প্রদর্শনীর একটি ভিডিও টুইটারে প্রকাশ পেয়েছে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তৃতা করার সময় সুবেশী এক অস্ত্রধারী পেছন থেকে একটানা কয়েকটি গুলি করে এবং রুশ রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন।
বিবিসির খবরে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তুরস্কের দাঙ্গা পুলিশের সদস্য ২২ বছর বয়সী আলতিনতাসকে গুলি করে হত্যা করে।
তুরস্কের পশ্চিমের প্রদেশ এইডিনে জন্ম গ্রহণ করা আলতিনতাস অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন বলে জানিয়েছে তুর্কি পত্রিকা হুরিয়াত।
রুশ রাষ্ট্রদূতকে গুলি করার পর আলতিনতাস তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন- “আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।”
কথার শুরুতে ও মাঝে কয়েক দফা তাকে চিৎকার করে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায় ওই ভিডিওতে। তবে সে কোনো জঙ্গি দলের সদস্য বা অনুগত ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তুরস্কের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেই ওই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান।
আলতিনতাসের সঙ্গে কোনো রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সম্পর্ক আছে কিনা তা এখনও জানা না গেলও দেশটির কয়েকটি গণমাধ্যমে তার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সম্পর্ক থাকতে পারে বলে খবর প্রকাশ পেয়েছে।
যদিও গুলেনের একজন উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই হামলার নিন্দা জানিয়েছে।
আঙ্কারার যে আর্ট গ্যালারিতে কালর্ভকে হত্যা করা হয় তার কাছেই যুক্তরাষ্ট্রের দূতাবাসের অবস্থান।
যুক্তরাষ্ট্র ওই ঘটনার পর তুরস্কে তাদের তিনটি মিশনই মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।