বাঙ্গালী
Sunday 28th of April 2024
0
نفر 0

সন্দেহভাজন নারী সাংবাদিক আটক

সন্দেহভাজন নারী সাংবাদিক আটক

আবনা ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তিউনিশিয়ার তাদের এক ড্রোন বিশেষজ্ঞকে হত্যা করেছে ইসরাইল। এ ঘটনায় সন্দেহভাজন এক নারী সাংবাদিককে আটক করা হয়েছে। খবর বিবিসির।
নিহত ওই ড্রোন বিশেষজ্ঞের নাম মোহাম্মদ জাওয়ারি (৪৯)। তিনি গত ১০ বছর ধরে ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করছিলেন।
বৃহস্পতিবার দেশটির রাজধানী তিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর সফক্সে তার বাসস্থানের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাওয়ারি।
তবে তার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করার ঘোষণা দিয়ে হামাসের কাসেম ব্রিগেড ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
কাসেম ব্রিগেডের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হামাস জানায়, ইহুদিবাদী বিশ্বাসঘাতকদের হাতে শাহাদতবরণকারী ফিলিস্তিন-আরব নেতা ইঞ্জিনিয়ার ও পাইলট মোহাম্মদ জাওয়ারির রক্ত বৃথা যেতে পারে না।
এদিকে তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে একজন তিউনিসীয় নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা ৪টি গাড়ি জব্দ করা হয়েছে। সাইলেন্সারসহ দুটি বন্দুক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
ডেপুটি প্রসিকিউটর জেনারেল মুরাদ তুর্কি বেসরকারি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, গ্রেফতারকৃত নারী একজন সাংবাদিক।
তিনি আরো বলেন, এ ঘটনায় আট সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাস নেতা খালেদ মেশালের কানে বিষ স্প্রে করে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...
মুসলিম বোন ও পর্দার হুকুম
সূরা ইউনুস;(৯ম পর্ব)
খুলে দেয়া হল হিন্দু এলাকার একটি ...
মিসরে তাপদাহে ২১ জনের মৃত্যু
মা সম্পর্কিত কতিপয় হাদিস
খাঁটি ইসলামের সঙ্গে কুফরি শক্তির ...
যশোরে ইমাম বাকির (আ.) এর ...
ড্রোন ভূপাতিত করে সৌদি হামলার ...

 
user comment