আবনা ডেস্ক: জার্মানি মনে করছে ক্রিসমাস মার্কেটে ট্রাক ঢুকিয়ে দিয়ে হত্যাকাণ্ড চালানো ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক। তার নাম আনিস আমরি (২৪)। তাকে ধরিয়ে দিতে জার্মান প্রসিকিউটররা এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে। তার সম্পর্কে বর্ণনায় বলা হয়েছে সে ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার। ওজন ১২ স্টোনের কিছুটা কম। চুলের রঙ কালো। চোখের রঙ কালো। বলা হয়েছে, যদি আপনি এই ব্যক্তিকে কোথাও দেখতে পান তাহলে পুলিশকে জানান। নিজে বিপদের ঝুঁকি নেবেন না। কারণ, ওই ব্যক্তি সহিংস হয়ে উঠতে পারে। তার সঙ্গে থাকতে পারে অস্ত্র। হামলার আগেই তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ জন্য জার্মান কর্তৃপক্ষ তদন্তও করেছে তার বিরুদ্ধে। কিন্তু তাকে আটক করতে বা জার্মানি থেকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে তারা। সরকারের একজন বড় কর্মকর্তা রাফ জ্যাগার সংবাদ সম্মেলনে সন্দেহজনক ব্যক্তির সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছেন। জার্মানিতে সে হুমকি বলে পুলিশ সতর্ক করেছিল। এরই প্রেক্ষিতে গত মাসেই জয়েন্ট টেরর প্রটেকশন সেন্টার, ফেডারেল ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। রাফ জ্যাগার বলেছেন, এ বছরের শুরু থেকে আলাদা একটি তদন্ত শুরু হয়েছে। তাতে দেখা হচ্ছে সে রাষ্ট্রের জন্য ভয়াবহ কোনো পরিকল্পনা করেছে কিনা। কিন্তু আনিস আমরিকে তার দেশে ফেরত পাঠানো যাচ্ছিল না। কারণ, তিউনিশিয়ার সঙ্গে এ নিয়ে রয়েছে আমলাতান্ত্রিক বিরোধ। তিউনিশিয়া বলেছে, আমরি তাদের নাগরিক নয়।#