আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের হুমকি যদি সিরিয়ার মাটিতে নস্যাৎ না করা হতো তাহলে ইরানকে নিজের সীমান্তে যুদ্ধ করতে হতো।
তিনি বলেন, “তাকফিরি সন্ত্রাসীদের পেছনে রয়েছে ইহুদিবাদী ও মার্কিন সরকারের পুতুল শক্তি। এসব অকল্যাণকামী এবং উসকানিদাতাদেরকে যদি সিরিয়ার মাটিতে মোকাবেলা করা না হতো তাহলে আমাদেরকে তেহরান, ফার্স, খোরাসান ও ইস্ফাহানে মোকাবেলা করতে হতো।”
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ ইরানি কমান্ডোদের পরিবারের সদস্যদেরকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “শুধুমাত্র সামরিক বাহিনী নয় বরং পুরো জাতি এই শহীদদের জন্য গর্বিত।”
এদিকে, দিনের প্রথমভাগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করায় আমেরিকার পক্ষ থেকে আসা যেকোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম।#