বাঙ্গালী
Tuesday 26th of November 2024
0
نفر 0

লন্ডনে আলে সৌদের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

লন্ডনে আলে সৌদের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ
শেইখ নেমেরে’র শাহাদাত বার্ষিকীতে লন্ডনে বসবাসরত শত শত মুসলিম, সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করে সৌদি কর্তৃপক্ষের প্রতি এ সতর্ক বার্তা প্রদান করেছে যে, ‘এ হত্যাকাণ্ডকে তারা কখনই ভুলবে না এবং স্বৈরাচারী সৌদি শাসকদের বিরুদ্ধে তার প্রদর্শিত পথকে তারা অব্যাহত রাখবে’।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশিষ্ট শিয়া আলেম শহীদ আয়াতুল্লাহ নেমের বাকের আন-নেমেরে’র শাহাদত বার্ষিকীতে লন্ডনে বসবাসরত মুসলমানরা এ শহরে অবস্থিত সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন। এ সময় তারা শহীদ নেমেরের স্মৃতিচারণ করেন।

সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভে বিভিন্ন শ্লোগান প্রদান করে স্বৈরাচারী সৌদি শাসক গোষ্ঠী’র বিরুদ্ধে বিক্ষোভকারীরা এ সতর্ক বার্তা দিয়েছে যে, ‘তারা এ হত্যাকাণ্ডকে ভুলবে না এবং সৌদি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার (আয়াতুল্লাহ নেমেরের) সংগ্রামের পথকে তারা অব্যাহত রাখবে।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে’র বক্তারা, স্বৈরাচারী সৌদি শাসকের প্রতি ব্রিটেন সরকারের সমর্থন এবং ইয়েমেন ও বাহরাইনের জনগণের উপর হত্যাকাণ্ড চালানোর জন্য সৌদি আরবের কাছে বোমা বিক্রির জন্য ব্রিটেন সরকারের সমালোচনা করেন।

সৌদি আরবের অপরাধ কর্মের বিপরীতে আন্তর্জাতিক মহলের নিরবতার নিন্দা জানিয়ে বক্তারা ঘোষণা করেছেন যে, ‘এ অপরাধযজ্ঞে সৌদি আরবকে সহযোগিতার বিষয়টি বিশ্ব ইতিহাসে লিপিবদ্ধ থাকবে’।

এ সময় তারা ‘আলে সৌদ সন্ত্রাসী’, ‘আলে সৌদ স্বৈরাচারী’, ‘আলে সৌদ অপরাধী’, ‘আলে সৌদ ফ্যাসিস্ট’ এবং ‘আলে সৌদ শিশু হত্যাকারী’ ইত্যাদি শ্লোগান প্রদান করে সৌদি সরকারের অপসারণ ও সৌদি জনগণের স্বাধীনতার দাবী জানান।

ব্রিটেনের শিয়া পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ মুসাউই এ সমাবেশে বক্তৃতাকালে বলেন: এমন এক ব্যক্তির শাহাদত বার্ষিকী পালন করতে আমরা এখানে সমবেত হয়েছি, যিনি সৌদি আরবের জনগণের প্রাথমিক অধিকার আদায়ের দাবীতে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সংগ্রাম করেছেন ও অটল থেকেছেন।

তার সংযোজন: তিনি কোন অপরাধ করেননি এবং সন্ত্রাসী কোন গ্রুপের সাথে তার সম্পৃক্ততা ছিল না। কিন্তু সৌদি শাসক গোষ্ঠীর বিরোধিতা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী’র বাহরাইন সফরের প্রতি ইঙ্গিত করে একে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন শিয়া এ আলেম।

তিনি বলেন: আমরা সৌদি শাসকগোষ্ঠী এবং তার পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে এ সতর্ক বার্তা দিতে চাই যে, সাম্রাজ্যবাদের পতন অবধারিত এবং নির্যাতিতদের বিজয় সুনিশ্চিত।

প্রসঙ্গত, সৌদি আরবের স্বৈরাচারী সরকার গত বছরের (২০১৬) ২ জানুয়ারি, এদেশের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ নেমের ও কাতিফ অঞ্চলের গণজাগরণে সোচ্চার অপর তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে। এ ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থাও এর নিন্দা জানায়।

এছাড়া মারজা ও ধর্মীয় ব্যক্তিত্বগণ, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিকবিদগণ সৌদি আরবের এ বর্বর পদক্ষেপের সমালোচনা করেন। তার প্রথম শাহাদাত বার্ষিকীতেও বিভিন্ন দেশে বিক্ষোভ-সমা

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...

 
user comment