আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার আলেপ্পো প্রদেশের উত্তর অঞ্চলে এবং তুরস্ক সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
শহরের একটি ব্যস্তময় শপিং সেন্টারে গাড়িতে থাকা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের মাধ্যমে ঐ হামলা চালানো হয়। বিস্ফোরণে নিহতদের অধিকাংশ বেসামরিক জনগণ। ভয়াবহ এ বিস্ফোরণে অপর ৫০ জন আহত হয়েছে; যাদের অনেকের অবস্থা আশংকাজনক।
এজাজ শহরে কর্মকর্তা আইয়াদ শাইখ রাযুক জানিয়েছেন, শহরের কেন্দ্রীয় আদালতের পাশে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় জনগণ মনে করছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএল) এ হামলা চালিয়েছে। কারণ তারা শহরটির উপর নিয়ন্ত্রণ লাভের চেষ্টায়রত।
প্রসঙ্গত, এজাজ শহরটি ৪ মাস যাবত তাকফিরি সন্ত্রাসী দায়েশের নিয়ন্ত্রণে ছিল। এরপর তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে আসে।#