আবনা ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও গণবাহিনীর হামলায় সৌদি আরবের বহু ভাড়াটে সেনা প্রাণ হারিয়েছে। ইরানের আরবি টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, আজ (বুধবার) ইয়েমেনের আল-জৌফ প্রদেশে আগ্রাসী বাহিনীর সঙ্গে ইয়েমেনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আগ্রাসী বাহিনীর সদস্যরা পিছুহটতে বাধ্য হয়।
সেখানে সৌদি আরবের বহু ভাড়াটে সেনা প্রাণ হারিয়েছে বলে টিভি চ্যানেলটি জানিয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
এছাড়া, তায়িজ ও লাহিজ প্রদেশে সৌদি সেনাদের অবস্থানস্থলে কামানের গোলা নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এর ফলে সেখানে সৌদি বাহিনীর কয়েকটি সাজোয়া যান ধ্বংস হয়ে গেছে। এ সময় কয়েক জন সৌদি সেনা নিহত হয়েছে বলে তারা ধারণা করছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#