বাঙ্গালী
Tuesday 26th of November 2024
0
نفر 0

ফায়ারিং স্কোয়াডে ৩ বাহরাইনি’র মৃত্যুদণ্ড কার্যকর (ছবি)

ফায়ারিং স্কোয়াডে ৩ বাহরাইনি’র মৃত্যুদণ্ড কার্যকর (ছবি)
জ সকালে ৩ বাহরাইনি যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করেছে সৌদি ও বাহরাইনি গণমাধ্যম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সংযুক্ত আরব আমিরাতের একজন পুলিশসহ ৩ পুলিশ হত্যার অভিযোগে ৩ বাহরাইনি যুবক আব্বাস আল-সামী, আলী আল-সাংকিস ও সামি মুশাইমা’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজ (রোববার, ১৫ জানুয়ারি)।

‘আখবার আস-সাউদিয়া’ ওয়েব সাইটের ব্রেকিং নিউজে পুলিশ হত্যার অভিযোগে ফায়ারিং স্কোয়াডে ৩ বাহরাইনি যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করা হয়।

এদিকে গতরাত ও আজ সকালে, বাহরাইনের জাজিরা সাতরা ও অবরুদ্ধ দিরাজ এলাকায় এ মৃত্যুদণ্ডের নিন্দায় বিক্ষোভ করেছে হাজার হাজার জনতা।

গতকাল শনিবার বাহরাইনের আলেম সমাজ কর্তৃক প্রকাশিত বিবৃতিতে, ৩ রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে প্রদত্ত এ রায়ের নিন্দা জানিয়ে ঐ ৩ যুবকের জীবন বাঁচানোর জন্য সারাদেশ ব্যাপী বিক্ষোভ মিছিল আয়োজনের ডাক দেয়া হয়।

বাহরাইন সরকারের দাবী, মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ ৩ ব্যক্তি ২০১৪ সালের ৩ মার্চ আমিরাত পুলিশের ১ ও বাহরাইনের পুলিশের ৩ সদস্য তারেক মুহাম্মাদ আল-শাহই, মুহাম্মাদ রুসলান ও আম্মার আব্দু আলী মুহাম্মাদের উপর হামলার ঘটনার সাথে জড়িত।

বাহরাইনের মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অমানবিক নির্যাতনের মুখে ঐ ৩ যুবক সংযুক্ত আরব আমিরাতের ১ পুলিশসহ কয়েকজন পুলিশ হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের ঐ ৩ যুবক নিজেদের স্বীকারোক্তিতে ২ জন বাহরাইনি ও ১ জন সংযুক্ত আরব আমিরাতের পুলিশ হত্যার কথা স্বীকার করেছে।

এ মামলায় অপর ৭ বাহরাইনিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত এমন রায় দিলেও অভিযুক্তদের কেউই তাদের উপর আরোপিত অভিযোগ স্বীকার করেননি।

বাহরাইনের বিভিন্ন এলাকাতে সরকারের এ ধরনের অমানবিক আচরণের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...
সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ...

 
user comment