আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরাঞ্চলীয় ফুয়াহ সিটিকে লক্ষ্য করে সন্ত্রাসীদের মোর্টার হামলায় শহীদ হয়েছে ৩ বছরের এক শিশু।
সন্ত্রাসীরা আজ (রোববার, ২২ জানুয়ারি) ফুয়াহ ও কিফরিয়া সিটির পার্শ্ববর্তী বিন্নিশ এলাকা থেকে ফুয়াহ সিটিকে লক্ষ্য করে ঐ হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৩ বছরের এক নিষ্পাপ শিশু শহীদ হয়েছে। হতভাগ্য শিশুটির নাম ‘ফারাহ ঈমান আল-যাইন’।
সিরিয়ায় স্থিতাবস্থা ফিরিয়ে আনতে কাজাখস্থানে চলমান বৈঠকের সময় এ হামলা চালালো সন্ত্রাসীরা।
এদিকে, গতকাল (শনিবার, ২১ জানুয়ারি) ফুয়াহ ও কিফরিয়া সিটির জনগণ এ দুই সিটির অবরোধ তুলে নেয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে।
তারা এ সময় জাতিসংঘের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জাতিসংঘের প্রতিনিধি সন্ত্রাসীদের সহযোগী বলে অভিযোগ তোলে।
এ দু’টি সিটিকে, যুদ্ধবিরতী’র বিষয়ে পৌঁছুনো যে কোন সমঝোতার আওতাভূক্ত করার জন্য বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানিয়েছে বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, সিরিয়ার ইদলিব প্রদেশের অন্তর্ভুক্ত ফুয়াহ ও কিফরিয়া সিটি শিয়া অধ্যুষিত। প্রায় দুই বছর ধরে পরিপূর্ণভাবে শহর দু’টিকে অবরুদ্ধ করে রেখেছে সশস্ত্র সন্ত্রাসীরা।#