আবনা ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লব, বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজতান্ত্রিক স্বৈরশাসনের কষাঘাতে নিস্পেষিত ইরানি জনগণ ইমাম খোমেনী (রহ.)-র নেতৃত্বে ১৯৭৯ সালে এই বিপ্লব সফল করেন। ইরানের বিপ্লব বিশ্বের ন্যায়কামী ও নির্যাতিতদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। ইরানের দুর্দণ্ড প্রতাপশালী ও স্বৈরাচারী শাহের বিরুদ্ধে এই বিপ্লব খুব সহজ ছিল না। এজন্য বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। সহ্য করতে হয়েছে চরম নির্যাতন ও দুঃখ-কষ্ট।