আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এ কর্মসূচী গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হাবিবপুর গ্রামে অবস্থিত শিয়া মসজিদ প্রঙ্গনে ‘ইমাম হুসাইন’জনকল্যাণ ট্রাষ্ট এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এতে দুস্থ্য ও অসহায়দেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচীর কার্যক্রম অব্যাহত থাকা একর্মসূচীর আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৩৫০ জনকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। এ কর্মসূচীতে চিকিৎক সেবা প্রদান করেন ঢাকা থেকে আগত ডাঃ মোঃ আতিক আহমেদ এম,বি,বি,এস বি,সি,এস (স্বাস্থ্য), ডাঃ মোঃ আরাফাত এম,বি,বি,এস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবপুর শিয়া মসজিদের সভাপতি ডাঃ শেখ আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন দরদী জনকল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান, কালিগঞ্জ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক, হাবিবপুর শিয়া মসজিদের পেশ ইমাম মোঃ সাজিদুল ইসলাম, আদর্শ সমাজ কল্যান সংস্থার পরিচালক শেখ হাবিবুল আলম, সাবেক সেনা সদস্য শেখ রওশান আলী, ডাঃ মাহাতাব হোসেন, শেখ জুলফিকার আলী ওশেখ মোহব্বত আলী প্রমুখ।#
সাতক্ষীরার শ্যামনগর থানার নূরনগর ইউনিয়নে অসহায় ও দুস্থদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।