আবনা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে শুরু হতে যাচ্ছে ফিলিস্তিন বিষয়ক দু দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও হত্যা-নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনি ইন্তিফাদা বা গণঅভ্যুত্থানের প্রতি সমর্থন জানানোর জন্য আগামীকাল (মঙ্গলবার) ৬ষ্ঠবারের মতো তেহরান এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৮০টি প্রতিনিধিদল অংশ নেবে। সব মিলিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জন্য তেহরান সম্মেলনে ৭০০ বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। সম্মেলনে অংশ নেবেন ফিলিস্তিনপন্থি বহু সংগঠনের প্রতিনিধি।
এ সম্মেলনে ইরানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্য ও সম্মেলনের মুখপাত্র কাজেম জালালি।#