আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে হিন্দু অধ্যুষিত এলাকায় অবস্থিত ঐ মসজিদ।
১৯৯২ সালে ঐ অঞ্চলে হিন্দু-মুসলিম সংঘর্ষের পর থেকে হিন্দু অধ্যুষিত এলাকায় অবস্থিত ঐ মসজিদে মুসলমানদের যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় ছিল।
মসজিদটির পাশে ৩ট মন্দিরও রয়েছে। দীর্ঘদিন মসজিদে মুসল্লিদের অনুপস্থিতির কারণ মজিদটিতে ধুলো-ময়লা ও গাছের পাতা জমে পরিত্যাক্ত ভবনে পরিণত হয়েছিল।
অবশেষে স্থানীয় মুসলিম ও হিন্দু নেতাদের পারস্পারিক সহযোগিতায় হিন্দু ও মুসলমানরা উভয়ে মসজিদটি পরিস্কার এবং সেটাকে পূনরায় চালু করার কাজে হাত দেয়। অবশেষে তারা মসজিদটি চালু করতে সক্ষম হয়েছে।
তারা অর্থ সংগ্রহের মাধ্যমে মসজিদের ভবনের ক্ষতিগ্রস্থ অংশগুলো মেরামত করার চিন্তাও করছেন বলে জানা গেছে।
এদিকে মুসলিম ও হিন্দুদের মধ্যকার এ সহযোগিতার কারণে ২৫ বছর পর প্রথমবারের মত এ মসজিদ থেকে আজান প্রচারিত হয়েছে।
ঐ মন্দিরগুলোর একজন পুরোহিত টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন: মসজিদটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ সমাপ্ত হওয়ার পর স্থানীয় মুসলিম যুবকেরা এবং মুসল্লিরা মসজিদটিতে পূনরায় ফিরে এসে পূর্বেকার সেই আলো আবার ফিরিয়ে আনবেন বলে আমরা আশাবাদী।#