আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনে সক্রিয় মানবাধিকার কর্মীরা তাদের সাপ্তাহিক প্রতিবেদনে গত সপ্তাহে স্বৈরাচারী আলে খলিফা সরকারের ভাড়াটে সৈন্যরা ১৭ জন বাহরাইনিকে আটক করেছে বলে জানিয়েছে।
তাদের ঐ প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ১৭ ব্যক্তির মধ্যে ৬ জন শিশুও রয়েছে। তাদের সবাইকে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের অভিযোগে আটক করা হয়।
প্রতিবেদনের অপর অংশে বলা হয়েছে, বাহরাইনের স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট আদালত আটককৃত ৮ ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আটককৃত শিশুদের মধ্য থেকে মাত্র ১ জন শিশুকে মুক্তি দিলেও এখনও আলে খলিফার কারাগারে আটক রয়েছে অপর ৫ শিশু।
মানবাধিকার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিপূর্বে বহুবার বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ মিছিলের বিরুদ্ধে আলে খলিফা সরকারের সহিংস অবস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে। এতদসত্ত্বেও এখনও সহিংসতা অব্যাহত রেখেছে দেশটির স্বৈরাচারী সরকার। গত মাসেও উদ্ভট কারণে ফায়ারিং স্কোয়াডে ৩ যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির স্বৈরাচারী শাসক গোষ্ঠি।
মানবাধিকার বিষয়ক সংস্থাগুলো এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উল্লেখ করেছে যে, মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ ৩ যুবকের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে তাদের বিরুদ্ধে তা ব্যবহার করা হয়। তাদের পক্ষে কোন আইনজীবিকেও লড়তে দেয়া হয়নি; যা আন্তর্জাতিক ও মানবাধিকার আইন বিরোধী।
প্রসঙ্গত, বাহরাইনের শান্তিপূর্ণ এ আন্দোলন ২০১১ সাল থেকে দেশের সংবিধানে সংস্কারের দাবীতে শুরু হয়। কিন্তু শান্তিপূর্ণ এ আন্দোলনকে সরকার জোরপূর্বক ও সহিংস পদক্ষেপের মাধ্যমে দমনের চেষ্টা করলে, বিক্ষোভকারীরা এ দেশের শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের দাবী জানায়।#