আবনা ডেস্ক : গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে নব্য জেএমবির মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার রাতে বনানীর কাকলী ক্রোসিং এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, বড় মিজান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একে-২২ রাইফেল, ডেটোনেটোর, হ্যান্ডগ্রেনেড, গুলি, ম্যাগজিন বহন করে দেশে নিয়ে আসে। একটি আমের ট্রাকে করে এসব অস্ত্র ঢাকার বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার তানভির কাদরীর বাসায় নিয়ে আসে। পরে এসব অস্ত্রই হলি আর্টিজানে ব্যবহার করা হয়।
এর আগে গত ২ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইউনিট মিজানের ছোটভাই সহ পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেই অস্ত্র সরবরাহকারী হিসেবে বড় মিজানের নাম পায় তদন্তকারী সংস্থা। আজ বুধবার বড় মিজানকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।