আবনা ডেস্ক: মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক পবিত্র হজ পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ আগ্রহে সাড়া দিয়ে সৌদি আরব বিশেষ বিমান পাঠিয়ে তাকে সেদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। লেবাননের আল-আখবার পত্রিকাসহ বিভিন্ন আরব গণমাধ্যম এ খবর দিয়েছে।
সৌদি সরকার হোসনি মুবারক ও তার পরিবারের সদস্যদেরকে নেয়ার জন্য বিশেষ বিমান পাঠাবে এবং বিশেষ বিমানে করেই আবার তাদেরকে মিশরে পৌঁছে দেবে বলে জানা গেছে। মুবারকের ছেলে জামাল ও আলা-কেও বিষয়টি জানানো হয়েছে।
সৌদি আরব অবস্থানকালে মুবারককে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ। হোসনি মুবারক বর্তমানে একটি সামরিক হাসপাতালে অবস্থান করছেন বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।
সম্প্রতি মিশরের সর্বোচ্চ আদালত বিক্ষোভকারী হত্যার মামলায় হোসনি মুবারককে বেকসুর খালাস দিয়েছে। ২০১১ সালের গণজাগরণের সময় হোসনি মুবারকের নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছে।#