আবনা ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের উপর সেনা ও পুলিশ কর্তৃক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংগি লি।
এ ব্যাপারে সংবাদমাধ্যমটির কাছে দেশটিতে গত এক বছর যাবত ক্ষমতায় থাকা নেত্রী অং সান সুচি কোন ধরণের সাক্ষাৎকার প্রদানে বিরত থাকেন।
তবে সুচির দলের এক মুখপাত্র বলেন, জাতিসংঘ দূতের এমন অভিযোগ অতিরঞ্জিত এবং এটি কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। কোনভাবেই তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নয় বলেও জানান তিনি।
তাছাড়া লি’কে দেশটির রোহিঙ্গা অধ্যুষিত সংঘাতপূর্ণ অঞ্চলগুলো পরিদর্শনের সুযোগ দেয়া হয়নি। তবুও তিনি বাংলাদেশে এসে এখানে আশ্রয় নেয়া শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি প্রত্যাশার চেয়েও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি।
লি আরো বলেন, মিয়ানমারে সেনা ও সীমান্তরক্ষীদের দ্বারা রোহিঙ্গা মুসলিম দের উপর যা করা হয়েছে তা অবশ্যই মানবতার বিরুদ্ধে যায়। তবে এটা দেশটির সামরিক বাহিনীর দীর্ঘকালের অভ্যাস জানিয়ে তিনি দেশটির নেত্রী অং সান সুচি সরকারকে সঠিক ও সুদূরপ্রসারী শান্তি প্রক্রিয়া ফিরিয়ে আনার আহ্বান জানান। সূত্র: বিবিসি।