আবনা ডেস্ক: “শক্তিশালী ইরানকে ভয় পায় আমেরিকা কারণ তারা জানে মধ্যপ্রাচ্যের ঘটনাবলী যদি ইরানের পক্ষে চলে যায় তাহলে এ অঞ্চলে বিশেষ করে তেল-সমৃদ্ধ দেশগুলোতে আমেরিকার পা রাখার কোনো জায়গা থাকবে না।” ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বৈরুতের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মারওয়া উসমান।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, দিন দিন ইরানের প্রভাব বেড়ে চলা ও তেহরানের প্রতি সমর্থন বেড়ে যাওয়ার কারণেই আমেরিকা ইরানের ইসলামি সরকারের সমালোচনা করছে। তার এ বক্তব্য সম্পর্কে মতামত জানতে চাইলে সাংবাদিক উসমান মারওয়া তার মত তুলে ধরেন।
ইরানি জনগণের সঙ্গে শত্রুতার নীতি বাদ দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে উসমান মারওয়া বলেন, “ইরানের জনগণ এরইমধ্যে দেখিয়ে দিয়েছে যে, এটা একটা শক্তিশালী ও প্রভাবশালী দেশ; তারা ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে মার্কিন চাপের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে।”
মার্কিন কর্মকর্তারা এখন আর তাদের চেহারা গোপন করছেন না বলে সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিও অকুণ্ঠ সমর্থন দেন সাংবাদিক উসমান মারওয়া। তিনি বলেন, সরকারের ভেতরে মেরুকরণের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা নিয়ে তারা ইরানের মতো কিছু দেশকে দোষারোপ করতে চায়।#