দারুল-ইরফান ইনস্টিটিউটের জনসংযোগ প্রতিবেদন অনুযায়ী, ওস্তাদ হুসাইন আনসারিয়ান গাজার ভয়াবহ ঘটনা এবং মামদানি হাসপাতালে নৃশংস বোমা হামলার পর এক বার্তায় ইহুদিবাদী সরকারের অপরাধের নিন্দা করেছেন।
هوالحق
إِنّا مِنَ الْمُجْرِمِینَ مُنْتَقِمُونَ
سوره سجده آیه 22
আজকাল যা গভীর দুঃখ ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল একটি বিশাল বিপর্যয় এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
গাজা উপত্যকায় দখলকারী ইহুদিবাদী সরকারের কর্মকাণ্ড মানব মর্যাদার বিরুদ্ধে নিষ্ঠুরতা ও বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ।
আহলে বাইত (আ:)-এর নূরানী মাজহাবে শিক্ষিত প্রত্যেক ব্যক্তির হৃদয় এইসব সহিংস কর্মকাণ্ডে আহত হয় এবং নিশ্চয়ই অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধের জন্য আল্লাহর প্রতিশ্রুতির আশা করে।
বিশ্ব আজ গণহত্যা, শিশুহত্যা এবং অপরাধ প্রত্যক্ষ করছে যা শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, যারা "মানবতার" কথা চিন্তা করেন তাদের জন্যও অসহনীয়।
বিনীতভাবে আল্লাহর করুণার উপস্থিতিতে, আমি সর্বজনীন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শেষ প্রতিশ্রুত ত্রাণকর্তার আবির্ভাবের জন্য প্রার্থনা করি এবং আমি আল্লাহর আশ্রয়ে আত্মসমর্পণ করি:
« اللهم إنا نشكو إليك فقد نبينا صلواتك عليه واله وغيبة ولينا وكثرة عدونا وقلة عددنا وشدة الفتن بنا وتظاهر الزمان علينا فصل على محمد وآله وأعنا على ذلك بفتح منك تعجله وبضر تكشفه ونصر تعزه.»
হুসাইন আনসারিয়ান
২ রবিউস-সানি ১৪৪৫