আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানে নিযুক্ত আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের প্রতিনিধি শেইখ আব্দুল্লাহ দাক্কাক-এর নাগরিকত্ব বাতিল করে তাকে ১০ বছর কারাদণ্ড প্রদান করে রায় দিয়েছে আলে খলিফা সরকারের আদালত।
আল-লু’লু চ্যানেল এ তথ্য প্রকাশ করে উল্লেখ করেছে যে, বাহরাইনের ঐ আদালত আল-কাসরি শাকের হানী’কে ১৫ বছর কারাদণ্ড ও ১ লক্ষ দিনার অর্থদণ্ড এবং আব্দুল আমির আল-আররাদিকে ১০ বছর কারাদণ্ড প্রদানের পাশাপাশি তাদের উভয়ের নাগরিকত্ব বাতিল করেছে।
বাহরাইন কর্তৃপক্ষের দাবী, সম্প্রতি এ সকল ব্যক্তিরা বিভিন্ন সন্ত্রাসী দলের সাথে যোগদান করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশকে অনিরাপদ করে তুলতে সোচ্চার।
সরকার সমর্থিত ঐ আদালতে দণ্ডিত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হচ্ছে; বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে সন্ত্রাসী দলে যোগদান, টায়ারে জ্বালানো, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং অবৈধভাবে দেশ ত্যাগ।
ইদানিং দেশটির নাগরিকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বৃদ্ধি করেছে দেশটির আদালত। শুধু গত সপ্তাহেই ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনের নাগরিকত্ব বাতিল করে রায় প্রদান করা হয়েছে দেশটির সরকার সমর্থিত আদালত।
প্রসঙ্গত, বিগত বছরগুলোতে স্বৈরাচারী সরকার, বাহরাইনের বহু শিয়া নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে; যাদের মধ্যে অনেক শিয়া আলেমও রয়েছে।
এদিকে, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গীর কারণে বাহরাইনের স্বৈরাচারী সরকার কর্তৃক এদেশের জনগণের নাগরিকত্ব বাতিলের ঘটনাকে অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা।#