আবনা ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, তার দেশ সম্ভাব্য যে-কোনো আগ্রাসনের অত্যন্ত জোরালো, সর্বব্যাপী, চূড়ান্ত ও অনুশোচনা-জাগানো জবাব দেবে। আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
অবশ্য ইসলামী ইরানের সরকার ও স্বাধীনতা হুমকির মুখোমুখি না হওয়া পর্যন্ত তেহরান সরাসরি সংঘাতে জড়াবে না বলে তিনি স্পষ্ট করেছেন।
আয়াতুল্লাহ খাতামি পাশ্চাত্য ও কয়েকটি আরব সরকারের উদ্যোগে নতুন করে ইরান-আতঙ্ক ছড়ানোর পদক্ষেপ সম্পর্কে বলেছেন, এটা নতুন কিছু নয়, তেহরান ইসলাম ও ন্যায়বিচারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিশ্বাসী বলেই তারা অতীতের মতই ইরান-আতঙ্ক ছড়াচ্ছে, কারণ ইরানের এই নীতি তাদের অস্তিত্বকেই হুমকিগ্রস্ত করেছে।
তিনি ইয়েমেনের নিরপরাধ জনগণের ওপর অব্যাহত সৌদি গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, সৌদি আরবে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র পাঠানো এবং বিশ্ব-সমাজের নীরবতার কারণেই সেখানে গণহত্যা চালিয়ে যাচ্ছে রিয়াদ; আর এ বিষয়টি পাশ্চাত্যের কথিত মানবাধিকারবাদীদের রেকর্ডকে আরও বেশি কালো করছে।
ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বীকারোক্তির কথা তুলে ধরে আয়াতুল্লাহ খাতামি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মোকাবেলার সবচেয়ে কার্যকর পন্থা হল অর্থনৈতিক অবস্থাকে উন্নত করা তথা প্রতিরোধমূলক অর্থনীতি বাস্তবায়ন করা যা ইরানের সর্বোচ্চ নেতা বলে আসছেন।#