ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল বাগদাদের দক্ষিন অঞ্চলে এক ভয়াবহ গাড়ীবোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
Seek% buffered00:00Current time00:00Volume
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গতকাল (বুধবার, ২৯ মার্চ) ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিন অঞ্চলে একটি নিরাপত্তা চেকপোস্টকে লক্ষ্য করে ঘটানো ঐ বিস্ফোরণে অন্তত ৭৮ জন হতাহত হয়।
আত্মঘাতী ব্যক্তি জ্বালানী বাহী একটি ট্যাংকারসহ নিরাপত্তা চেকপোস্টের কাছে এসে বিস্ফোরণটি ঘটায়।
ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত এবং অপর ৬০ জন আহত হয়েছে।
এদিকে, স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে, আত্মঘাতী ব্যক্তি পার্করত বেশ কয়েকটি গাড়ীর মাঝে বিস্ফোরণ ঘটায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে আত্মঘাতী হামলার পদ্ধতি অনেকাংশে দায়েশের হামলার সাথে মিল রয়েছে।#