আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শিয়া অধ্যুষিত ফুয়াহ ও কিফরিয়া শহরের বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত বাসের বহরের সামনে আত্মঘাতী হামলায় হতাহত হয়েছে বহু লোক।
সিরিয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী এ হামলায় ২২ জন শহীদ এবং অন্তত ৪৮ জন আহত হয়েছে। হতাহতদের মাঝে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।
সিরিয়ার আল-আখবারিয়া চ্যানেল জানিয়েছে, শিশুদের খাদ্য বহনকারী একটি গাড়ীর মাধ্যমে আর-রাশিদিন এলাকায় দূর থেকে এ হামলা চালানো হয়েছে। অথচ অপর কিছু সূত্র জানিয়েছে, আত্মঘাতী এক ব্যক্তি গাড়ী নিয়ে এ বিস্ফোরণ ঘটায়।
গতকাল (শুক্রবার, ১৪ এপ্রিল) ফুয়াহ, কিফরিয়া, মাদ্বায়া ও আল-যুবদানি এলাকা থেকে এ সকল এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নেয়ার বিষয়ে সরকার ও তাকফিরি সন্ত্রাসীদের মাঝে একটি সমঝোতা হয়। এর ফলে মাদ্বায়া ও যুবদানি এলাকা থেকে সন্ত্রাসীরা সরে যাওয়াতে বহুদিন পর ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের জনগণ অবরোধ মুক্ত হয়।
সরকার এবং সন্ত্রাসী গ্রুপ এ বিষয়ে সমঝোতায় পৌঁছায় যে, কিফরিয়া ও ফুয়াহ অঞ্চলের জনগণকে বিনা বাধায় অন্যত্র সরিয়ে নিতে দেবে সন্ত্রাসীরা এবং যুবদানি ও মাদ্বায়া এলাকা থেকে সন্ত্রাসীদের স্থানান্তরের বিষয়ে বাধা দেবে না সরকার।
অথচ তাকফিরি সন্ত্রাসীরা এখনও ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের নারী, শিশু, অসুস্থ ও বৃদ্ধদেরকে লক্ষ্য করে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে।#