বাঙ্গালী
Monday 27th of May 2024
0
نفر 0

আলেপ্পোতে শিয়াদের বাসের বহরে হামলা; ৭০ জন হতাহত

আলেপ্পোতে শিয়াদের বাসের বহরে হামলা; ৭০ জন হতাহত
সিরিয়ার আলেপ্পো’র আল-রাশিদিন এলাকায়, শিয়া অধ্যুষিত ফুয়াহ ও কিফরিয়া শহরের বাসিন্দাদেরকে স্থানান্তরে ব্যবহৃত বাসের বহরের সামনে আত্মঘাতী হামলায় বহু লোক হতাহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শিয়া অধ্যুষিত ফুয়াহ ও কিফরিয়া শহরের বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত বাসের বহরের সামনে আত্মঘাতী হামলায় হতাহত হয়েছে বহু লোক।

সিরিয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী এ হামলায় ২২ জন শহীদ এবং অন্তত ৪৮ জন আহত হয়েছে। হতাহতদের মাঝে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

সিরিয়ার আল-আখবারিয়া চ্যানেল জানিয়েছে, শিশুদের খাদ্য বহনকারী একটি গাড়ীর মাধ্যমে আর-রাশিদিন এলাকায় দূর থেকে এ হামলা চালানো হয়েছে। অথচ অপর কিছু সূত্র জানিয়েছে, আত্মঘাতী এক ব্যক্তি গাড়ী নিয়ে এ বিস্ফোরণ ঘটায়।

গতকাল (শুক্রবার, ১৪ এপ্রিল) ফুয়াহ, কিফরিয়া, মাদ্বায়া ও আল-যুবদানি এলাকা থেকে এ সকল এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নেয়ার বিষয়ে সরকার ও তাকফিরি সন্ত্রাসীদের মাঝে একটি সমঝোতা হয়। এর ফলে মাদ্বায়া ও যুবদানি এলাকা থেকে সন্ত্রাসীরা সরে যাওয়াতে বহুদিন পর ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের জনগণ অবরোধ মুক্ত হয়।

সরকার এবং সন্ত্রাসী গ্রুপ এ বিষয়ে সমঝোতায় পৌঁছায় যে, কিফরিয়া ও ফুয়াহ অঞ্চলের জনগণকে বিনা বাধায় অন্যত্র সরিয়ে নিতে দেবে সন্ত্রাসীরা এবং যুবদানি ও মাদ্বায়া এলাকা থেকে সন্ত্রাসীদের স্থানান্তরের বিষয়ে বাধা দেবে না সরকার।

অথচ তাকফিরি সন্ত্রাসীরা এখনও ফুয়াহ ও কিফরিয়া অঞ্চলের নারী, শিশু, অসুস্থ ও বৃদ্ধদেরকে লক্ষ্য করে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী লেলিয়ে ...
ফুয়াহ সিটিতে ৩ বছরের শিশুর ...
ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ...
মৃত্যুদণ্ডের হার বৃদ্ধি পেয়েছে ...
ফরাসি নৌবাহিনীর যোগাযোগ ...
অভিবাসী মা এবং শিশুকে আলাদা করে ...
ক্ষতিপূরণ দিতে হবে সৌদি আরবকে
সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন ...
রমজান মাসে বিশ্বজুড়ে আইএসের ৩৯৩ ...
কারবালা বিপ্লবের শিক্ষা থেকে ...

 
user comment