আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: লাহোরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং বিশ্ব শান্তি ও ঐক্য পরিষদ, মাজলিসে উলামায়ে জাফরিয়ে পাকিস্তান এবং মাজলিসে ওয়াহদাতে মুসলিমিনে পাকিস্তানের সহযোগিতায় ‘ইমাম আলী (আ.)’ শিরোনামে একদিন ব্যাপী এ সম্মেলন লাহোরে অনুষ্ঠিত হয়েছে। উলামা, মুসলিম চিন্তাবিদগণ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আহলে বাইত (আ.) এর ৩০০ অনুসারীর অংশগ্রহণের মধ্য দিয়ে লাহোরের ‘আল-হামরা’ শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সম্মেলন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার পর এতে দলীয় কাসিদা পরিবেশন করেন একদল যুবক। এরপর লাহোরের বেশ কয়েকজন ইলমি ও সাংস্কৃতিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্ব আমিরুল মু’মিনীন আলী (আ.) এর মর্যাদা বর্ণনা করে বক্তব্য রাখেন।
এতে বক্তব্য রাখেন পাঞ্জাব রাজ্যের ধর্ম ও ওয়াকফ বিষয় মন্ত্রী সৈয়দ জায়িম হুসাইন কাদেরি, মাজলিসে উলামায়ে জাফারি’র সভাপতি আল্লামা মোশতাক হুসাইন জাফারি, মাজলিসে ওয়াহদাতে মুসলিমনে পাকিস্তানের সভাপতি হুজ্জাতুল ইসলাম রাজা মুহাম্মাদ নাসের, জামেউল মুন্তাজার হাওযা ইলমিয়াহ’র (লাহোর) শিক্ষক হুজ্জাতুল ইলাম বাকের বাগলু এবং হামইয়ারি দাতব্য সংস্থার ডিরেক্টর যুলফিকার আলী কাজেমি প্রমুখ।#