বার্তা সংস্থা আবনা : জর্দানে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে। এ জন্য জর্দানের জাতীয় সংসদে এরইমধ্যে ভোটাভুটি হয়েছে এবং জর্দানের দেড়শ আসনের সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। এর আগে, জর্দানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে আম্মান ডেকে পাঠায় জর্দান সরকার।
মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অভিযান ও পবিত্রতা নষ্টের প্রতিবাদে জর্দান এ পদক্ষেপ নিয়েছে।
এর আগেই জর্দানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর ইসরাইলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। পবিত্র স্থাপনার আশপাশে ইহুদিবাদী বাহিনীর জন্য ব্যারাক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইসরাইল। একই সঙ্গে তিনি এ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠক ডাকার দাবি জানাবেন বলে অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার প্রায় একশ’ ইহুবাদী সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী জোর করে আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের ত্রিমুখী লড়াই বেধে যায়। সেখান থেকে বুধবার একজন খ্যাতনামা মুফতিকে ধরে গেছে।