আবনা ডেস্ক: নিজেদের নির্বাচনী ইশতেহারে বৃটেনে বোরকা নিষিদ্ধ করার প্রতিশ্রুতি যোগ করেছে বৃটেনের কট্টর ডানপন্থি দল ইউকিপ। দলটি বলেছে, আসন্ন সাধারণ নির্বাচনে জয় পেলে বৃটেনে প্রকাশ্যে বোরকা পরিধান নিষিদ্ধ করা হবে। দলের নেতা পল নাটালের যুক্তি, বোরকা ও নিকাব সামাজিক ঐকতানের বিরোধী এবং নিরাপত্তা ঝুঁকি। এ খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। খবরে বলা হয়, দলের ইশতেহারে শরিয়া আইনকে অবৈধ করা ও মহিলাদের খৎনার বিষয়টি পুলিশকে জানানোকে আইনগতভাবে বাধ্যতামূলক করা হবে।
এছাড়া, নির্বাচনী প্রতারণার আশঙ্কার ফলে ডাকযোগে ভোট প্রয়োগের বিধান বিলুপ্তিরও আহ্বান জানানো হয়েছে। অনেকটা মুসলিমদেরকে টার্গেট করে এসব প্রতিশ্রুতি দেয়া হলেও, নাটাল বলছেন এই প্রস্তাব মুসলিমদের ওপর আক্রমণ নয়।
বৃটেনের বেশিরভাগ মানুষ বোরকা নিষিদ্ধ করার বিষয়টি সমর্থন করেন। গত বছরের আগস্টে ইউগভ-এর করা জনমত জরিপে দেখা গেছে, ৫৭ ভাগ বৃটিশই নিষেধাজ্ঞার পক্ষে। মাত্র ২৫ শতাংশ এর বিপক্ষে।