আবনা ডেস্ক: ইরাকের প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ মুক্তাদা সাদ্র ফিলিস্তিনি বন্দিদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে তিন দিন রোজা রাখার ঘোষণা দিয়েছেন। তিনি অনশনরত ফিলিস্তিনি বন্দিদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, " আপনাদের বিজয় নিশ্চিত।"
তিনি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দাবি করে বলেন, "বন্দিদের মুক্তি দিন। অন্যথায় বন্দিদের আন্দোলনের মধ্যদিয়েই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ তথা ইহুদিবাদী ইসরাইলের পতন শুরু হবে।"
তিনি বলেন, " ফিলিস্তিনি বন্দিরা গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।" মুক্তাদা সাদ্র ফিলিস্তিনি বন্দিদের উদ্দেশে আরও বলেছেন, "আমরা সবাই আগ্রাসী ও সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় বিজয়ের জন্য আপনাদের বীরত্বগাথা থেকে অনুপ্রাণিত হই। আমরা আপনাদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করে তিন দিন রোজা রাখব।"
তিনি ফিলিস্তিনি সংগ্রামীদের প্রতি ইঙ্গিত করে বলেন, "পাথর বিপ্লব, চাকু বিপ্লব ও জেল বিপ্লবের ঝান্ডাবাহীদের বিজয় নিশ্চিত। আপনারা যেখানেই থাকুন আল্লাহ আপনাদের সঙ্গে আছেন।"
ইসরাইলি কারাগারে আটক হাজার হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেছেন। কারাগারে মৌলিক অধিকার রক্ষা ও মানবেতর পরিস্থিতির উন্নয়নের দাবিতে তারা অনশন করছেন।#