আবনা ডেস্ক: গত বছর ইরানের বিভিন্ন অংশে হামলা চালানোর ষড়যন্ত্র করছিল এমন ৩০টি সন্ত্রাসী গোষ্ঠীকে দেশটির গোয়েন্দা বাহিনী নির্মূল করেছে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) তিনি বলেন, গত বছর ইরান জুড়ে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে জনাকীর্ণ স্থানগুলোতে হামলা চালানোর প্রস্তুতির সময় সন্ত্রাসীদের কাছ থেকে ১০৮টি চুম্বকীয় বোমা এবং ১৫টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গত দু'বছরে সফল অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন এলাকা থেকে ৪৫টি সন্ত্রাসী চক্র নির্মূল করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, যেখানে ইরানের বাইরের দেশগুলোতে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সন্ত্রাসীদের ব্যাপকভিত্তিক নিরাপত্তা-বিরোধী অপতৎপরতা লক্ষ্য করছি সেখানে আমরা আমাদের দেশে অনন্য নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে। এ কাজে গোয়েন্দা বাহিনীগুলোর নিরব ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়া, গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দামন্ত্রী আলাভি ধারাবাহিক নিরাপত্তা অভিযান চালিয়ে ৮ তাকফিরি সন্ত্রাসীকে আটক করার কথা জানিয়েছিলেন। এসব সন্ত্রাসী প্রতিবেশী কিছু দেশের সরাসরি ইন্ধন ও সহযোগিতায় তেহরান ও অন্যান্য শহরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলেও জানান তিনি।#