আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি হতাহত হয়েছে।
গতকাল (শুক্রবার, ৫ এপ্রিল) আত্মঘাতী এক ব্যক্তি ইরাকের আল-আনবার প্রদেশে হাদিসাহ শহরের একটি বাজারে গাড়ীবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণে অন্তত ৫ ব্যক্তি নিহত এবং অপর ৬ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রক্তক্ষয়ী এ আত্মঘাতী বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
প্রসঙ্গত, ইরাকে সন্ত্রাসী হামলাগুলো সাধারণত বিভিন্ন শহরের বাজারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। অধিক সংখ্যক অসহায় বেসামরিক মানুষ হত্যার লক্ষ্যে এ ধরনের হামলা চালানো হয়ে থাকে।
প্রসঙ্গত, রামাদি ও ফালুজাসহ ইরাকের আল-আনবার প্রদেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন ইরাক সেনাবাহিনীর হাতে। আল-কায়েমসহ হাতে গোনা কয়েকটি ছোট এলাকা বর্তমানে দায়েশ সন্ত্রাসীদের কবলে রয়েছে।#