আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত একটি মসজিদের কাছে দু’টি বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ম্যানিলার পুলিশ সুপার এ সম্পর্কে জানিয়েছেন, শহরের প্রাচীন এলাকাগুলোর অন্যতম কিয়াবু’তে অবস্থিত একটি মসজিদের কাছাকাছি প্রথম বিস্ফোরণটি ঘটে।
প্রথম বিস্ফোরণের ২ ঘন্টা পর একটি ট্রেড সেন্টারে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। অবশ্য দ্বিতীয় বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
ম্যানিলার কিয়াবু এলাকায় অবস্থিত মসজিদ ও ম্যানিলা ইসলামি কেন্দ্রের ১০০ মিটার দূরত্বে একটি সরু সড়কে দু’টি বিস্ফোরণ ঘটে।
ম্যানিলার পুলিশ সুপার আরও জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি একটি প্যাকেটে বিদ্যমান বোমার মাধ্যমে ঘটানো হয়েছে। জনৈক মোটরসাইকেল আরোহী ঐ প্যাকেটটি আরেকজনের কাছে হস্তান্তরের পর বিস্ফোরণটি ঘটে। এতে তারা উভয়েই নিহত হয়।
এদিকে, ম্যানিলার এ বিস্ফোরণের দায় স্বীকার করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৫ জন শিয়া নিহত এবং অপর ৬ জন আহত হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চলের নেতাদের বৈঠক চলাকালীন সময়ে কিয়াবুতে ঘটা বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হয়। ফিলিপাইন পুলিশ এটাকে সন্ত্রাসী হামলা নয় এবং দক্ষিন-পূর্ব এশিয়ার নেতাদের বৈঠকে সাথে এর কোন সম্পর্ক নেই বলে দাবী করলেও দায়েশ এ হামলার দায় স্বীকার করেছিল।#