আবনা ডেস্ক: সৌদি আরবের শিয়া মুসলমান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের আল- আওয়ামিয়া গ্রামে আলে- সৌদ বাহিনী অভিযান চালিয়েছে।
আজ (বৃহস্পতিবার) অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সৌদি বাহিনী হামলা চালিয়ে ওই গ্রামে ব্যাপক ধ্বংস যজ্ঞের সৃষ্টি করেছে। সৌদি সামরিক যানগুলো থেকে আবাসিক ভবনগুলোতে গুলিবর্ষণ করার পাশাপাশি বাড়িঘরে আগুন দেয়া হয়েছে।
গতকাল (বুধবার) নিমর মিডিয়া নেটওয়ার্ক একই ধরনের হামলার খবর দিয়েছে। ওই গ্রামের পার্শ্ববর্তী এলাকায় সৌদি বাহিনীর হামলায় এক কিশোর নিহত হয়। সেখানকার আবাসিক ভবনগুলোও সৌদি বাহিনী ধবংস করতে চেয়েছিল। তবে তারা ব্যর্থ হয় বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
২০১১ সাল থেকে সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের বিভিন্ন শহর ও এলাকায় আলে সৌদ সরকারের অন্যায় নীতি এবং শিয়া জনগোষ্ঠীর ওপর দমন পীড়নের বিরুদ্ধে মুসলমানরা শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ মিছিল করে আসছে।
সৌদি রাজতান্ত্রিক সরকারের নানা অপকর্মের কঠোর সমালোচক শীর্ষস্থানীয় শিয়া আলেম শেইখ নিমর বাকির আল নিমরকে সৌদি আদালত গত বছরের জানুয়ারিতে ফাঁসি দিলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ১৯৬০ সালে সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের কাতিফের আওয়ামিয়াহ শহরে শেইখ নিমর বাকের আন-নিমর জন্মগ্রহণ করেন।
সৌদি রাজতান্ত্রিক সরকার তার প্রতিবেশী বাহরাইনে শত শত সেনা মোতায়েন করার কয়েক দিন পর আল আওয়ামিয়া গ্রামে হামলার খবর এলো। বাহরাইনের নিষিদ্ধ ঘোষিত আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি’র আধ্যত্মিক নেতা হলেন শেষ নাঈম কাসিমের বিচার কার্যক্রম আবার শুরুর চেষ্টা করছে বাহরাইন আদালত। আগামী ২১ মে তার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#