বনা ডেস্কঃ ব্রিটেনের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য দেশটির পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এমআইসিক্স’র মধ্যপ্রাচ্য নীতিকে দায়ী করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক টন গোসলিং। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
শনিবার রাতে লন্ডনে নতুন করে সন্ত্রাসী হামলা হয়েছে এবং এতে তিন হামলাকারীসহ ১০ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
টন গোসলিং বলেছেন, মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের যে নীতি গ্রহণ করেছে এমআইসিক্স তারই পরিণামে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে লন্ডন।
তিনি আরো জানান, এসব সন্ত্রাসীর অনেকেই এমআই৬’র সঙ্গে গভীর যোগাযোগ বজায় রেখে কাজ করছে। তিনি আরো বলেন, লিবিয়ায় এসব সন্ত্রাসীকে লালন করছে এমআইসিক্স এবং সন্ত্রাসীদেরকে সিরিয়ায় যেতেও সহায়তা করছে এই গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ পররাষ্ট্র নীতির আলোকে সিরিয়া এবং লিবিয়ায় সরকার পরিবর্তনের লক্ষ্যে এসব সন্ত্রাসী লড়ছে বলে জানান তিনি।
এ ছাড়া, দুই সপ্তাহ আগে ম্যানচেস্টারে ভয়াবহ বোমা হামলাসহ অতীতের সন্ত্রাসী হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হওয়ায় ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআইফাইভ’র কঠোর সমালোচনা করেন এই অনুসন্ধানী সাংবাদিক।
তিনি বলেন, মনে হয় নিজের দায়িত্ব ভুলে গেছে এমআইফাইভ। অতীতের হামলাগুলোর সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে নজরদারি চালানোর দায়িত্ব সঠিকভাবে পালন করছে না এ সংস্থা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র নীতিই দেশটির ভেতরে সন্ত্রাসী হামলায় উৎসাহ যোগাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ব্রিটিশ কর্মকর্তারা যদি এ ধরনের হামলা আর দেখতে না চান তাহলে তাদেরকে অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি ত্যাগ করতে হবে। এছাড়া, এমআইফাইভ এবং এমআইসিক্স'র নানা তৎপরতার বিষয়ে জবাবদিহিতা সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি।#