আজ সকালে ইরানের মজলিশে শুরায়ে ইসলামি’র চত্বরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের মজলিশে শুরায়ে ইসলামি’র চত্বরে হামলার ঘটনায় ২ জন আহত হয়েছে। ইরানের রাজধানী তেহরানে মজলিশে শুরায়ে ইসলামি’র (পার্লামেন্ট) চত্বরে ঢুকে বন্দুকধারীরা দায়িত্বরত নিরাপত্তা রক্ষীদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গেছে।সেখানে দায়িত্বরত রক্ষীদের সাথে হামলাকারীদের সংঘর্ষে ২ জন রক্ষী আহত হয়েছে। এ ঘটনার পরপরই পার্লামেন্টের সকল দরজা বন্ধ করে দেয়া হয়। তেহরানের এমপি ইলিয়াস হজরতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন: হামলাকারীদের সংখ্যা ছিল ৩। তাদের ২ জানের কাছে কালাশনিকভ এবং একজনের কাছে রিভালবার ছিল। সকালে হামলাকারীরা মজলিশে শুরা গার্ডদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারাও এর পাল্টা জবাব দেয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানিয়েছে, হামলাকারীদের একজনের গুলিতে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পার্লামেন্টের স্টাফ এবং একজন বহিরাগত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। কোনো কোনো আইনপ্রণেতা বলেছেন, একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী সংসদ ঘিরে রেখেছে। ঢোকার ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে, এমপি মেহেদি কিয়াই বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।#