আবনা ডেস্ক: সিরিয়ায় শিশুদের ওপর যুক্তরাষ্ট্র বোমা ফেলছে। তা দেখে প্রতিশোধ নিতে ম্যানচেস্টারে হামলা চালিয়েছে সালমান আবেদি। যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিট জার্নালকে এ কথা বলেছে ম্যানচেস্টার হামলাকারী সালমান আবেদির বোন জোমানা আবেদি। সে নিজের ভাইকে দয়ালু ও ‘লাভিং’ পারসন বলে দাবি করেছে। তবে সালমানের এমন জঘন্য কর্মকান্ডে সে বিস্ময়ও প্রকাশ করেছে। উল্লেখ্য, সালমানের চেয়ে ছোট বোন জোমানা আবেদি। তার বয়স ১৮ বছর। জোমানা বলেছে, আমার মনে হয় সে (সালমান) সর্বত্রই দেখেছে শিশুরা মারা যাচ্ছে, বিশেষ করে মুসলিম শিশুরা। তাই সে এর প্রতিশোধ নিয়েছে। সে দেখেছে সিরিয়ায় শিশুদের ওপর বিস্ফোরক ফেলছে যুক্তরাষ্ট্র। তাই সে প্রতিশোধ নিতে চেয়েছে। তবে অ্যারিনা কনসার্ট হলে যেভাবে বোমা হামলা হয়েছে তার পক্ষে কথা বলা যায় না। এটা জঘন্য এক অপরাধ। এ নিয়ে কোন মন্তব্য করা চলে না। উল্লেখ্য, সালমান আবেদির পিতা রমাদান, মাতা সামিয়া তাব্বাল, ভাই হাশেম, বোন জোমানাকে গ্রেপ্তার করা হয়েছে লিবিয়ায়। এ ছাড়া সালমানের বড়ভাই ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে ম্যানচেস্টারে।