আবনা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে একটি বিমান বিধ্বংসী কামানসহ বহু অ্যাসাল্ট রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ইরানের পুলিশ গতকাল সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের অস্ত্র ডিপোতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
প্রাদেশিক পুলিশ কমান্ডার জেনারেল হোসেইন রাহিমি ইরানের একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, তার বাহিনী সারাভান শহরের কাছে কুহসেফিদ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে বিমান বিধ্বংসী কামান ছাড়াও রয়েছে ৩৫টি একে-৪৭ রাইফেল, দুটি এসপিজি-৯ গান এবং হাজার হাজার গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার করা বিমান বিধ্বংসী কামানের পাল্লা হচ্ছে সাত কিলোমিটার।
কমান্ডার রাহিমির ভাষ্যমতে- জয়শুল আদল গোষ্ঠীর সন্ত্রাসীরা এসব অস্ত্র ও গোলাবারুদ সিস্তান-বালুচিস্তান প্রদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছিল।#