আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বাঈদি নেজাদ গতকাল (শুক্রবার, ৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদের বিশেষজ্ঞ ‘রেই টেকিহ’র শত্রুতাপূর্ণ ও ইরান বিরোধী মন্তব্যের বিষয়ে বলেন: দীর্ঘ ৩৮ বছর ধরে ইরানের সাথে শত্রুতা করে চলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান সর্বদার চেয়ে শক্তিশালী হয়েছে।
তিনি তার ঐ টুইটে লিখেছেন: ‘হস্তক্ষেপবাদী আমেরিকান সৈন্যরা রেই টেকিহ’র উস্কানীমূলক কোন পরামর্শের প্রয়োজন রাখে না। দীর্ঘ ৩৮ বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের সাথে শত্রুতা অব্যাহত রেখেছে। কিন্তু ইরান সর্বদার চেয়ে শক্তিশালী হয়েছে।’
ওয়াশিংটন পোস্টে গতকাল প্রকাশিত রেই টেকিহ’র ঐ মন্তব্যে শত্রুতাপূর্ণ, হস্তক্ষেপবাদী ও আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘনকারী তার ধারণা উত্থাপন করে বলা হয়েছে, অভ্যন্তরিন সরকার বিরোধী এবং এদেশের (ইরান) সম্পদে হ্রাস ঘটানোর মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের পতনের লক্ষ্যে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে।
ঐ মন্তব্যে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সরকারের উচিত তার অন্যতম ঘোর শত্রু হিসেবে ইরান সরকারের পতনের বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিরোধীদের সভার কয়েকদিন পর এ মতামত ব্যক্ত করলেন তিনি। যা সন্ত্রাসী এ গ্রুপের সাথে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদের সদস্যদের যুক্ততার বিষয়টিই প্রমাণ করে।
রেই টেকিহ, আমেরিকার কাউন্সিল অন ফরেন রেলেশন্সের থিংক ট্যাঙ্কারদের একজন। বহুবার ইরান তিনি বিরোধী প্রবন্ধ লিখলেও ইরান সরকার বিরোধী সন্ত্রাসীদের পক্ষে তার অবস্থান গ্রহণ ছিল এটাই প্রথম।#